হজ ২০১৬ সালের প্রাক-নিবন্ধিত হজে গমনেচ্ছুদের তালিকা ধর্ম সচিবের নিকট হস্তান্তর
এপ্রিল 13, 2016

http://hajjsangbad.com

হজ প্রাক নিবন্ধনে সচ্ছতা ও জবাবদীহিতার জন্য হজ কার্যক্রমের প্রাক নিবন্ধন করা ৮৮২০০ হাজীর সফট কপি আনুষ্ঠানিক ভাবে ধর্ম সচিব মহোদয়ের দপ্তরে হস্তান্তর করা হয় ।
যাহার প্রেস বিঙ্গপ্তি নিম্নে দেওয়া হলো ঃ
বিজনেস অটোমেশন লিমিটেড গত ১২ এপ্রিল, ২০১৬ খ্রিঃ তারিখ প্রাক-নিবন্ধিত হজে গমনেচ্ছুদের বিস্তারিত মুদ্রিত কপি ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় ভারপ্রাপ্ত সচিবের নিকট হস্তান্তর করেছেন । এখানে উল্লেখ্য যে, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ইউজারবৃন্দ, পরিচালক, হজ অফিস ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের কারিগরি সদস্যবৃন্দ প্রথম দিন থেকেই হজযাত্রিদের অনলাইনের তালিকা দেখতে পারছিলেন এবং ইতিপূর্বে এই তালিকার সফটকপি ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় ভারপ্রাপ্ত সচিবের নিকট হস্তান্তর করা হয়েছে । উক্ত অনুষ্ঠানে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, এসবি , নির্বাচন কমিশনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও কারিগরি কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন ।