Date and Time September 25, 2018 3:02 pm   বাংলাদেশ সময়
For showing Bangla
bd24live.com logo
Latest News

হাবের দুর্নীতি: শুধু স্বাক্ষরের দাম পৌনে ৩ কোটি টাকা!

Fiji Visa exempted for Bangladeshi

»
June 6, 2016 at 6:53 pm

ইরানিরা হজে না গেলে সে দায় তাদেরই : সৌদি দূতাবাস


Download PDF

ইরানিরা হজে না গেলে সে দায় তাদেরই : সৌদি দূতাবাস

পবিত্র হজ পালনের জন্য ইরান থেকে কোনো হজযাত্রী সৌদি আরবে না গেলে তার দায়ভার ইরানি কর্তৃপক্ষের ওপরই বর্তাবে। গতকাল বুধবার ঢাকার সৌদি দূতাবাস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।
ইরান থেকে হজযাত্রীদের এ বছর সৌদি আরবে গমন বিষয়ে সৌদি সরকারের অবস্থান ব্যাখ্যা করে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দুই পবিত্রতম মসজিদের খাদেমের নির্দেশক্রমে সৌদি আরবের হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রণালয় প্রতি বছরই হজ ব্যবস্থাপনা ও হজ পালনসংক্রান্ত বিষয়াদি আলোচনার জন্য সব আরব ও মুসলিম রাষ্ট্র এবং সংখ্যালঘু মুসলিম অধ্যুষিত দেশ থেকে কর্মকর্তাদের আমন্ত্রণ জানিয়ে থাকে। এ বছর সেই আলোচনায় অন্যসব দেশের মতো ইরান থেকেও একটি প্রতিনিধিদল অংশ নিয়েছে। দলটির নেতৃত্বে ছিলেন সায়ীদ আউহদী। যিনি ‘ইরানিয়ান অরগানাইজেশন অ্যান্ড ভিজিটস’-এর প্রধান।
ওই আলোচনায় পবিত্র হজ পালনের জন্য ইরান থেকে হজযাত্রীদের সৌদি আরবে গমন বিষয়ে ইরানি প্রতিনিধিদল নানা রকম শর্ত উত্থাপন করেছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সৌদি মন্ত্রণালয় ওই সব শর্ত ও ইরানিদের সমস্যা সমাধানে সম্মত হওয়া সত্ত্বেও ইরানের প্রতিনিধিদলটি তাদের হজযাত্রীদের হজ ব্যবস্থাপনা সংক্রান্ত স্মারকে স্বাক্ষর না করেই সৌদি আরব ত্যাগ করেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এ পরিস্থিতিতে ইরানি হজযাত্রীরা যদি পবিত্র হজ পালনের জন্য সৌদি আরবে না যান, তার দায় কেবল ইরানি প্রতিনিধিদলটির ওপরই বর্তাবে। – See more at: 

         


বাংলাদেশ সময়: June 6, 2016 at 6:53 pm

সকল দেশের হজের-সংবাদ-এর সর্বশেষ ২৪ খবর

Line
 
Must See Places In Paris
Free track counters
Thanks Dear Visitor
Hajjsangbad.com